সনাতন ধর্ম এক পূর্ণাঙ্গ বিশ্ব ব্যবস্থা

বেদের বিভিন্ন মন্ত্রে আমাদের মানব বা মানুষ হিসেবে সম্বোধন করা হয়েছে ৷ আর মানুষ বলতে বিশ্বের সব মানুষকেই বুঝায় ৷ কেবল সনাতন ধর্মের ধর্মগ্রন্থগুলোতে বিশ্বের সকল প্রাণীর জন্য প্রার্থনা ও মঙ্গল কামনার বিধান রয়েছে ৷ কাজেই সনাতন ধর্ম একটি পূর্ণাঙ্গ বিশ্ব ব্যবস্থা ৷
কিছু কিছু ধর্মাবলম্বী আছে যারা কেবল নিজেদের জন্য প্রার্থনা করে ৷ তাদের ধর্ম কিভাবে বিশ্বের মঙ্গল সাধন করবে?

হে মানব জাতি, তোমরা সম্মিলিত ভাবে মানষের কল্যাণে নিয়োজিত হও, পারস্পরিক মমতা ও শুভেচ্ছা নিয়ে একত্রে পরিশ্রম কর, জীবনের আনন্দে সম অংশীদার হও (অথর্ববেদ: ৩/৩০/৭) ৷

সমাজকে ভালবাস, ক্ষুধার্তকে অন্ন দাও, দূর্গতকে সাহায্য কর, সত্য-ন্যায়ের সংগ্রামে সাহসী ভূমিকা রাখার শক্তি অর্জন কর (ঋগ্বেদ: ৬/৭৫/৯) ৷ 

ভগবান বলেছেন, মানবের মধ্যে কেউ বড় নয়, কেউ ছোট নয় ৷ জন্ম থেকেই তারা শ্রেষ্ঠ  (ঋগ্বেদ: ৫/৫৯/৬) ৷ 

সকলে সুখী হোক, সকলে আরোগ্য লাভ করুক, সকলে অপরের মঙ্গলার্থে কাজ করুক, জগতের সকল প্রাণী শান্তি লাভ করুক (বৃহদারণ্যক উপনিষদ: ১/৪/১৪) ৷

সর্বভূতের কল্যাণের জন্য মনস্থির কর (যজুর্বেদ: ৩৪/১) ৷

একজন সনাতন ধর্মাবলম্বীই প্রকৃত মানবতাবাদী ৷
সনাতন ধর্মই মানবতার শিক্ষা দেয় ৷


Post a Comment

0 Comments