আমাদের ধর্মের নাম হিন্দু ধর্ম নাকি সনাতন ধর্ম?

ভারতীয় উপমহাদেশের সিন্ধু নদের তীরে আর্য সভ্যতা বিকশিত হয়েছিল ৷ পারস্য থেকে আগত লুন্ঠনকারীরা সিন্ধু নদের অববাহিকায় বসবাসকারী আর্যদের চিহ্নিত করতে ‘হিন্দু’ নামটি ব্যবহার করতো ৷ পারসিকদের বর্ণমালায় স না থাকায় তারা স কে হ বলত ৷ এজন্য তাদের কাছে সিন্ধু শব্দটি হিন্দু হয়ে যেত ৷ ‘হিন্দু’ শব্দটা ফারসি ৷ সনাতন ধর্মের কোন শাস্ত্রেই বলা নেই যে, আমাদের ধর্মের নাম ‘হিন্দু ধর্ম’ ৷ গীতা ও মনুসংহিতায় ‘সনাতন ধর্ম’ নামটি পাওয়া যায় ৷
ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরুপ দর্শন করার পর অর্জুন বলেন, “তুমি পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য ৷ তুমি অব্যয়, সনাতন ধর্মের রক্ষক এবং সনাতন পরম পুরুষ ৷ এই আমার অভিমত (গীতা: ১১/১৮) ৷

কাজেই অন্যের দেয়া নামে আমাদের ধর্মের পরিচয় হতে পারেনা ৷ আমাদের ধর্ম ‘সনাতন ধর্ম’ ৷


Post a Comment

0 Comments