সনাতন বিদ্যার্থী সংসদ পরিচিতি

ওঁ          তৎ            সৎ
জ্ঞান      সংস্কার     ঐক্য





সনাতন বিদ্যার্থী সংসদ
এসো ঋত-ঋদ্ধির পথে

*****
মূলনীতি
১. এক অদ্বিতীয়, পরমেশ্বরই এ বিশ্বসংসার এবং সনাতন ধর্মের প্রবর্তক। তিনি সৎ, চিৎ (চিন্ময়) এবং আনন্দময়স্বরূপ। তিনি চিন্তার অতীত, সর্বশক্তিমান, সর্বব্যাপক, সর্বান্তর্যামী, সর্বজ্ঞ, অভয়, কৃপাময় এবং সৃষ্টি, পালন ও লয়কর্তা। একমাত্র তাঁরই শরণ নিতে হবে এবং তাঁরই উপাসনা করতে হবে।

২. জীবের চিন্তার অতীত এক অদ্বিতীয় ব্রহ্মেরই ভিন্ন ভিন্ন গুণ ও শক্তির প্রতীকী প্রকাশ হলেন দেবতাগণ। তাই সাধক ভেদে সকল দেবতার উপাসনায় সাবাইকে শ্রদ্ধাশীল হতে হবে।

৩. বেদ পরমেশ্বর কর্তৃক প্রকাশিত মানব জাতির পূর্ণাঙ্গ সংবিধান। অপৌরুষেয় সত্যবিদ্যাময় এ গ্রন্থই সনাতন ধর্মের একমাত্র ভিত্তিস্বরূপ। তাই সর্বপ্রকার শাস্ত্রীয় সিদ্ধান্ত নির্ধারিত হবে পরমেশ্বরের নিঃশ্বাস স্বরূপ এ বেদের মাধ্যমে। বৈদিক জ্ঞানের সারাংশ ‘শ্রীমদ্ভগবদগীতা’ সর্বমান্য গ্রন্থ এবং ‘শ্রীশ্রীচণ্ডী’ অনুরূপ মর্যাদা পাবে।

৪. সনাতন ধর্মে অনাদি অনন্ত ব্রহ্মের উপাসনা পঞ্চমতে ও পথে বিভজিত যথা- শাক্ত, শৈব, সৌর, গাণপত্য এবং বৈষ্ণব। এর মধ্যে বাংলাদেশে প্রধানত শাক্ত, শৈব ও বৈষ্ণব তিনটি মত-পথের সম্প্রদায় বিদ্যমান। নিজ নিজ উপাস্য সম্প্রদায় ব্যতীত এ পঞ্চমতের সকল সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধা পোষণ করতে হবে। পক্ষান্তরে কোন আন্তঃসম্প্রদায়ের প্রতি বিদ্বেষ মনোভাব পোষণ করা যাবে না।

৫. সনাতন ধর্মাবলম্বী সকলের জন্য ‘এক ধর্ম (সনাতন), এক মত (বৈদিক), এক পরিচয় (হিন্দু)’ এই মূলমন্ত্রে বিশ্বাস করতে হবে।

৬. ব্যক্তিক মতবাদের ততটুকুই গ্রহণযোগ্য যতটুকু বেদানুমোদিত। তবে বেদানুগত সকল মহামানবের প্রতিই সংযত শ্রদ্ধাশীল থাকতে হবে।

৭. সনাতন বিদ্যার্থী সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল একটি স্বতন্ত্র, ধর্মীয়-সামাজিক, সেবাব্রতী সংগঠন।

*****
লক্ষ্য ও উদ্দেশ্য
১. হিন্দু সমাজে প্রচলিত সকল প্রকার কুসংস্কার দূর করে এক ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করা।

২. সনাতন ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতির লালন ও সংরক্ষণ করা।

৩. সনাতন ধর্মাবলম্বীদের মানবাধিকার রক্ষা এবং জাগতিক ও পারমার্থিক কল্যাণের জন্য সদা নিয়োজিত থাকা।

*****
কর্মসূত্র
১. মানবতার সর্বজনীন কল্যাণের লক্ষ্যে ‘বেদ ও বেদান্ত দর্শন’(উপনিষদ, গীতা, ব্রহ্মসূত্র)-এর অনুশীলন ও প্রচার।

২. সাপ্তাহিক ধর্মচক্রে নিয়মিত অংশগ্রহণ ও পরিচালনা।

৩. সনাতন ধর্মের প্রকৃত শাস্ত্রীয় ব্যাখ্যা তুলে ধরা এবং সামাজিক বর্ণবাদ, ব্যক্তিকেন্দ্রিক গুরুবাদ, অস্পৃশ্যতা, যৌতুক প্রথা
দূরীকরণ ও অসবর্ণে বিবাহে উৎসাহ প্রদান।

৪. দরিদ্র ও মেধাবী সনাতন শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, ধর্মান্তরকরণরোধ, ধর্মীয় তথ্যসন্ত্রাস দূরীকরণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার, আলোচনা সভা, শিক্ষাভ্রমণ ইত্যাদির আয়োজন।

৫. অসহায়, নিপীড়িত, দুর্গত এবং লাঞ্ছিত মানুষের পাশে থেকে সর্বাত্মক সহায়তা দান।

৬. হিন্দু সমাজের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পত্রিকা এবং বিভিন্ন গ্রন্থাদির প্রকাশ ও প্রচার।

৭. ‘জ্ঞান, সংস্কার এবং ঐক্য’এই তিনটি ভিত্তিকে হিন্দু সমাজের মাঝে বাস্তবিক রূপায়ণের জন্য সদা নিয়োজিত থাকা।

Post a Comment

0 Comments