নমস্কার কেন করা হয়?

যে আগে নমস্কার জানায় সে অহংকার মুক্ত ও বিনয়ী ৷
“নমস্কার” শব্দের অর্থ প্রণাম বা অভিবাদন ৷
“নমস্কার” পরমাত্মা দর্শনের অন্যতম উপায় (শ্বেতাশতর উপনিষদ: ২-১৭) ৷ ঈশ্বর পরমাত্মা রুপে প্রতিটি মানুষের মধ্যে অবস্থান করছেন (গীতা ১৩/২৩; ১৮/৬১ এবং ১০/২০) ৷
গুরুজনদের, কনিষ্ঠদের, পূর্বজদের, অনুজদের, আত্মীয়দের, ধনী-দরিদ্র সকলকে নমস্কার (যদুর্বেদ: ১৬/৩২) ৷
কাজেই নমস্কার কোন ব্যক্তিকে করা হয়না; ব্যক্তির মধ্যস্থিত পরমাত্মাকে নমস্কার করা হয় ৷ অপরদিকে এটি নম্রতা ও বিনয় প্রকাশ করে ৷ সবাইকেই নমস্কার জানানো যায় ৷
ড. মহানামব্রত ব্রহ্মচারী বলেন, নমস্কার হলো- “With head and heart I salute the god in you”.
-সনাতন বিদ্যার্থী সংসদ
দেবীগঞ্জ শাখা, পঞ্চগড় ৷

Post a Comment

0 Comments