‘সনাতন’ শব্দের অর্থ কি?

"সনাতন" শব্দের অর্থ কি?
সনাতন বা Sanatana একটি সংস্কৃত শব্দ। যদি এক কথায় এর অর্থ প্রকাশ করা যায় তাহলে এর অর্থ দাঁড়াবে "Eternal" বা "চিরস্থায়ী"। এটা কেবল মাত্র অভিধান বা Dictionary গত অর্থ। কিন্তু যদি আসলে "সনাতন বা Sanatana" শব্দটি কে যদি ইংরেজি তে অনুবাদ করা হয় তাহলে যে অর্থগুলি আমরা পাবো সেগুলি নিম্নরূপ-

1. Eternal বা চিরস্থায়ী
2. Perennial বা বহুবর্ষজীবি
3. Never beginning nor ending বা যার শুরু নেই শেষ নেই
4. Abide বা সুস্থায়ী
5. Universal বা সার্বজনীন
6. Ever present বা সর্বদা বর্তমান
7. Unceasing বা অবিরত
8. Nature বা প্রকৃতি
9. Harmony বা সুসামজ্ঞস্য
10. Way of truth বা সত্যের দিক
11. Righteous বা ন্যায়পরায়ণ
12. Compassion বা করুণাময়
13. Natural law বা প্রাকৃতিক নিয়মাবলী
14. Light of Wisdom বা জ্ঞানের আলো
15. Tradition বা ঐতিহ্য
16. Philosophy বা দর্শনশাস্ত্র
17. Orderly বা সুবিন্যস্ত
18. Inherent Nature বা সহজাত প্রকৃতির
19. Law of being and Duty বা অস্তিত্ব ও দায়িত্বের নিয়ম
20. Divinity বা ঈশ্বরত্ব
21. Enduring বা সুদূর অতীত থেকে বিরাজমান

তবে অধিকাংশ অভিধান বা Dictionary তে সনাতন বা Sanatana শব্দটির অর্থ হিসাবে কেবলমাত্র "Eternal বা চিরস্থায়ী" ও "Never beginning nor ending বা যার শুরু নেই শেষ নেই" , এই দুটি অর্থ ব্যাবহার হয়। আবার Collins English Dictionary 5th edition তে Sanatana শব্দটির অর্থ "The name used by hindus for hinduism" বলে ছেড়ে দিয়েছে। আবার Internet তে বেস কিছু অ-হিন্দু পন্ডিত আছেন যারা বলেন Sanatana মানে "Satan" or "Devil", আবার কেউ কেউ বলছেন Sanatana মানে "Lucifer"।আসল ব্যাপারটা হল "সনাতন" বা "Sanatana" শব্দের অতগুলো ভালো অর্থ দেখে ওদের চোখে ছ্যাকা লাগে তাই উল্টোপাল্টা মন্তব্য করে বেরাচ্ছে।

এবার দেখী দার্শনিক দৃস্টিতে সনাতন বা Sanatana শব্দের ব্যাখা-
বহু হিন্দু (সনাতনী) দার্শনিক, মনিষী বা পন্ডিতরা বিভিন্ন ভাবে সনাতন বা Sanatana শব্দের ব্যাখা জানিয়েছে, এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল স্বামী বিবেকানন্দ, তার অবদান আমরা সবাই জানি, তাই আর উল্লেখ করলাম না। বর্তমান দিনেও ২০১৪ তে এই দার্শনিক মতবাদ এখনো সক্রিয় আছে। "Tradiotional Yoga and Meditation of The Himalayan Masters" এর একজন বর্তমান যোগবিদ্যার শিক্ষক Swami Jnaneshvara Bharati, যিনি একজন U.S.A এর নাগরিক ও একজন হিন্দু (সনাতনী)। পরবর্তী কালে তিনি ভারতে আসেন ও যোগবিদ্যা নিয়ে চর্চা করে পান্ডিত্য লাভ করেন।

তিনি Sanatana শব্দের অর্থ এভাবে সবাই কে বুঝিয়েছেন –
Sanatana is Eternal.
Sanatana is Perennial.
Sanatana is Never beginning nor ending.
Sanatana is Abiding.
Sanatana is Universal.
Sanatana is Ever present.
Sanatana is Unceasing.
Sanatana is Enduring.

এরপর উনি Sanatana Dharma এর অর্থ বোঝাতে গিয়ে বলেছেন –

Sanatana Dharma is a Eternal Path.
সনাতন ধর্ম হল একটি চিরস্থায়ী পথ
Sanatana Dharma is a Never Beginning nor Ending Way.
সনাতন ধর্ম হল এমন একটি পথ যার শুরু নেই শেষ নেই
Sanatana Dharma is a Perennial Philosophy.
সনাতন ধর্ম হল একটি বহুকাল ব্যাপি জীবিত দর্শনশাস্ত্র
Sanatana Dharma is a Universal Tradition.
সনাতন ধর্ম হল একটি সার্বজনীন ঐতিহ্য
Sanatana Dharma is a All Pervading Truth.
সনাতন ধর্ম হল একটি সর্বব্যাপি সত্য
Sanatana Dharma is a Natural Flow.
সনাতন ধর্ম হল একটি প্রাকৃতিক স্রোত
So, i (Swami Jnaneshvara Bharati) am proud to be a sanatani.

-সংগৃহীত


Post a Comment

0 Comments