দেব-দেবীর আরাধনা করব? নাকি ভগবানকে স্মরণ করব?

ভগবান গীতায় বলেছেন, সর্বোতভাবে আমিই দেবতা  ও মহর্ষিদের আদি কারণ (গীতা: ১০/২) ৷

দেব-দেবীগণ আলাদা কোন স্বত্বা নন ৷ তার ভদবানের বিভিন্ন শক্তির বহিঃপ্রকাশ মাত্র ৷ তারা পূর্ণ শক্তির অধিকারী নন ৷ সূর্য থেকে আগত রশ্মিতে সূর্যের সকল গুণই উপস্থিত থাকে; এজন্য সূর্য রশ্মিকে সূর্য বলা যায়না ৷ সূর্য একটাই ৷ ঈশ্বরও একজন ৷ কাজেই দেবতাদের আরাধনা করে কোন একক শক্তিপ্রাপ্ত করার চেয়ে সরাসরি ঈশ্বরের প্রার্থনা করে আমরা সর্বশক্তিমানের আরাধনা করতে পারি ৷ এটাই উত্তম আরাধনা ৷

Post a Comment

0 Comments