মৃত্যুকালে ভগবানকে স্মরণ

সনাতন ধর্ম একেশ্বরবাদে বিশ্বাসী ৷ আর গুরু হলো ধর্মপথে আলোকবর্তিকা স্বরুপ ৷ গুরু ভগবান নন ৷ গুরুর প্রতি শিষ্যের সমর্পন, বিশ্বাস ও ভক্তি থাকা আবশ্যক ৷ সকল গুরুই সবার শ্রদ্ধেয় এবং অনুসরণীয় ৷ কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে কিছু চাটূকার শিষ্য নিজেদের গুরুকে “ভগবান” হিসেবে পরিচিত করাচ্ছেন ৷ 

ভগবান: সনাতন ধর্মে স্রষ্টাকে ব্রহ্ম, ঈশ্বর, ভগবান ও অবতার নামে অবিহিত করা হয় ৷ ‘ভগ’ মানে সমস্ত ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান বৈরাগ্য ৷ ভগ যার পূর্ণরুপে আছে তিনিই ভগবান (শ্রীমদ্ভাগবত পুরাণ: ৬/৫/৭০) ৷

গুরু: গুরু আধ্যাত্মিক জগতের পথ প্রদর্শক ৷ গুরুর আদর্শ ও নির্দেশিত পথ অনুসারে পপমাত্মার স্বরুপ জানা যায়, ঈশ্বরের কৃপা লাভ করা যায় ৷ গুরু কখনোই ভগবান নন ৷ তবে গুরুর প্রতি অবশ্যই যথাযথ শ্রদ্ধা করা ও ভালবাসা দেখানো উচিৎ ৷

সবার প্রতি অনুরোধ, আপনার গুরুকে ভগবান হিসেবে পরিচয় দিয়ে ধর্মের বিকৃতি ঘটাবেননা ৷ আসুন আমরা সবাই সবার গুরুর প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করে এর ভগবানের প্রতি অনুগত হয়ে ঐক্যবদ্ধ হই ৷


Post a Comment

0 Comments