ধান ও দূর্বা দিয়ে কেন আশীর্বাদ করা হয়?

প্রাচীন আর্যসমাজ এবং সনাতন সংস্কৃতি হতে আজ অবধি ধান হল সনাতনীদের কাছে ধনের প্রতীক। অন্যদিকে দূর্বা হচ্ছে দীর্ঘজীবি তৃণ ৷ তাই আশীর্বাদে দূর্বা হচ্ছে দীর্ঘায়ুর প্রতীক । দূর্বা সহজে মরে না, প্রচণ্ড রোদ বা বর্ষায় পঁচে গেলেও আবার দূর্বা বেঁচে ওঠে। আর এই কারণে দূর্বার আরেক নাম অমর।

ধান-দূর্বা মস্তকে দেয়া অর্থ সম্পদশালী হও ও দীর্ঘায়ু লাভ কর।
কিন্তু এসব সনাতন সংস্কৃতি আজ আমরা ভুলতে বসেছি ৷
যিনি আশীর্বাদ করবেন তিনি এই প্রতীকের মর্ম না বুঝেন তাহলে এই আশীর্বাদ আনুষ্ঠানিকতায় পর্যবসিত হয় এবং এই সনাতন সনাতন সংস্কৃতি লোকাচার হিসেবে গণ্য হবে ৷

সাধারন সম্পাদক
সনাতন বিদ্যার্থী সংসদ
দেবীগঞ্জ উপজেলা শাখা,
দেবীগঞ্জ, পঞ্চগড় ৷

Post a Comment

0 Comments